বর্তমান পাশ্চাত্য শিক্ষা,
আমাদের ঐতিহ্য,
আমাদের ইসলামী সভ্যতা,
আমাদের সংস্কৃতি,
আমাদের সন্তানদের মেজাজ,
রাষ্ট্রীয় শাষকদের মেজাজ মস্তিষ্ক,
সব বিনষ্ট করার পায়তারা করছে
মুসলিম বিশ্বের সন্তানদেরকে
কুরআন হাদীস থেকে বিমুখ করে
তাদের বিলাতমুখী করছে,
এবং এতে তারা সফলও হচ্ছে|
ইহুদী,নাছারা ও খৃষ্টানদের
কোরআনদ্রোহী সভ্যতা তাদের
মস্তিষ্কে পুশইন
করা হচ্ছে,ফলে ইসলামের নাম
শুনলেই তাদের মাথা ব্যথা শুরু
হয়ে যায়, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে
ধর্মীয় বিধি-বিধান নিয়ে
আপত্তিজনক বাজে মন্তব্য করছে|
আলেম-উলামা,যারা নায়েবে
রাসূল,যারা আল্লাহপাকের নিকট
জগতে সবচেয়ে সম্মানী, হাসরের
ময়দানেও যারা হবেন
খোদায়ী ইজ্জতের অধিকারী,
বেহেশতে গিয়ে যারা হবেন
সর্ব
উচ্চস্থানে অধিষ্টিত,তাদের
শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করা তো দূরের কথা,
তাদের দেখলে
ঠাট্টা বিদ্রুপ উপহাস
করতেও দ্বিধাবোধ করেনা|
হে আল্লাহ মুসলিম বিশ্বকে
ইহুদী নাছারাদের কালো থাবা
থেকে উদ্ধার করুন,এবং প্রতিটি নর-
নারীকে আবশ্যিক পরিমান
ধর্মীয় ইলম শিক্ষা করে
তদনুযায়ী আমল করার
তৌফিক দান করুন,আ মী ন|
বি রাহমাতিকা ইয়া আরহামার
রাহিমীন,আল্লাহুম্মা আ মী ন |
পশ্চাত্য শিক্ষা, সাম্রাজ্যবাদীর আকড়া | মুফতী সিরাজী
Reviewed by Unknown
on
00:10
Rating:
No comments:
Post a Comment