কওমি পরিচিতি

কওমি মাদ্রাসা এক ধরনের

বেসরকারি ইসলামি ধর্মীয়

শিক্ষা প্রতিষ্ঠান। 

এ ধারার

শিক্ষাপ্রতিষ্ঠান সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়

১৮৬৬ খ্রিষ্টাব্দে ভারতের সাহারানপুর

জেলার দেওবন্দ নামক স্থানে।


কওমি মাদ্রাসা সাধারণত

সরকারি আর্থিক সহায়তার

পরিবর্তে সাধারণ জনগণের সহায়তায়

পরিচালিত হয়। 

[১] ভারত , পাকিস্তান ও

বাংলাদেশে কওমি মাদ্রাসা বহুল

প্রচলিত। 

ভারত উপমহাদেশের

পাশাপাশি বর্তমানে বিশ্বের বিভিন্ন

দেশেও কওমি মাদ্রাসা রয়েছে।

তবে উপমহাদেশের বাইরে এ ধরনের

প্রতিষ্ঠান সাধারণত দারুল উলুম বা

দেওবন্দি মাদ্রাসা নামে পরিচিত। 

[২]

[৩]

শব্দ বিশ্লেষণ

কওম আরবি শব্দ। এর অর্থ গোষ্ঠী,

গোত্র,জাতি, সম্প্রদায়, জনগণ। 

কওমি অর্থ

হলো গোত্রীয়, জাতীয়, জনগণ

সম্পর্কিত। 

শব্দ দু'টি এই

অর্থে ফার্সি এবং উর্দু ভাষাতেও ব্যবহৃত

হয়। মাদ্রাসাও আরবি শব্দ। 

এর অর্থ

হলো অধ্যয়নের স্থান ,

শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল। 

একই

অর্থে শব্দটি উর্দু ও ফার্সি ভাষাতেও

ব্যবহৃত হয়। সুতরাং ‘কওমি মাদ্রাসা’ এর

মানে হলো জাতীয় শিক্ষাপ্রতিষ্ঠান

বা জাতীয় বিদ্যাপীঠ।

[৪] যেহেতু

কওমি মাদ্রাসা সাধারণত

সরকারি অনুদানের

পরিবর্তে পুরোপুরি জনসাধারণের

মাধ্যমে পরিচালিত হয় তাই হয়তো এ

ধারার

শিক্ষা প্রতিষ্ঠানকে কওমি মাদ্রাসা

বলা হয়।


এর কর্মকান্ডে সরকারি নিয়ন্ত্রণ

থাকে না।

বাংলাদেশে কাওমি মাদ্রাসার

সংখ্যা প্রায় ১৫,০০০ যা

সরকারি মাদ্রাসার তুলনায় অনেক

বেশি। 

বাংলাদেশে

কওমি মাদ্রাসা বোর্ড বা বেফাকুল

মাদারিস দ্বারা এর সনদ প্রদান করা হয়।

সরকারি মাদ্রাসার সনদ

মাদ্রাসা শিক্ষা বোর্ড

থেকে দেয়া হয়। একটি কওমি মাদ্রাসায়

নূরানি, ফোরকানিয়া, হাফিজিয়া ও

কিতাব বিভাগের

সবকয়টি বা কয়েকটি থাকতে পারে।


বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয়ের

অধীনে কওমি মাদ্রাসাকে নিয়ে আসা

ও কওমি মাদ্রাসা সম্পর্কিত বিস্তারিত

তথ্য জানার জন্য প্রয়োজনীয় উদ্যোগ

নেওয়ার জন্য কওমি মাদ্রাসার

সঙ্গে সংশ্লিষ্ট নেতৃস্থানীয়

ব্যক্তিদের সাথে বৈঠক করা হয়েছে।

পরিসংখ্যান

২০০৮ সালের হিসাব অনুযায়ী বোর্ড

নিম্নলিখিত পর্যায়ের প্রায়

৯০০০টি মাদ্রাসা তত্বাবধান

করে থাকেন

কওমী শিক্ষা বোর্ডের

অধীনে মাদ্রাসাগুলি

ধরণ অ্যানালগ /

বিবরণ

# বিদ্যালয়*

তকমিল মাস্টার্স

ডিগ্রী

৩০০


ফাযিল স্নাতক ২০০


সানারিয়

া আম্মাহ

মাধ্যমিক ১০০০


মুতা্ওয়াছ

সিতাহ

নিম্ন

মাধ্যমিক

২০০০


এবতেদা

য়ী

প্রাথমিক ৩০০০

তাহফিল

উল কুরআন

কুরআন এর

মেমোরাইজ

েশন

২০০০

*মাদ্রাসাগুলিকে কিছু একাধিক

স্তরের প্রস্তাব করা হয়, যেহেতু

সর্বোচ্চ শিক্ষা স্তর

অনুযায়ী তালিকাভুক্ত

করা হয়ে থাকে।


কওমী বিদ্যালয়সমূহ

বাংলাদেশে নিম্নলিখিত

উল্লেখযোগ্য

কাওমী মাদ্রাসাগুলি রয়েছে:


আল্-জামিয়াতুল আহ্লিয়া দারুল উলূম

মুঈনুল ইসলাম - এছাড়াও এটি "সর্ববৃহৎ

মাদ্রাসা" নামে পরিচিত

জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাক্ষণবাড়ীয়া।

জামিয়াতুল উলুম আল

ইসলামিয়া লালখান বাজার ।

জামিয়া কুরানিয়া আরব লালবাগ


আল-জামিয়া আল-ইসলামিয়া পাটিয়া

আল জামিয়াতুল আরবিয়াতুল

ইসলামিয়া জিরি

তথ্যসূত্র

  ♦♦♦♦♦♦♦

1. ↑ সরকারী অনুদান প্রত্যাখ্যান:


কওমী মাদরাসা বোর্ডের

দায়িত্বশীলদেরকে ধন্যবাদ ১৩

সেপ্টেম্বর, ২০১৩-এ সংগৃহীত

2. ↑ বিশ্বব্যাপী কওমি মাদরাসা ২৭

সেপ্টেম্বর, ২০১৩ সংগৃহীত

3. ↑ Darul Ulooms worldwide web links and

addresses

4. ↑ কওমি কাহিনী ২৭ সেপ্টেম্বর,

২০১৩ সংগৃহীতক

কওমি পরিচিতি কওমি পরিচিতি Reviewed by Unknown on 09:10 Rating: 5

No comments:

Powered by Blogger.