বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের রাজনীতি বন্ধ করা এখন সময়ের দাবি 

মুফতী মোহাম্মদ এনামুল হাসান 

বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্র রাজনীতি বন্ধ না করে শিক্ষকদের রাজনীতি বন্ধ করা উচিত। 
কারণ শিক্ষকরা ই আজ তাদের পদ পদবী লাভের জন্য লাগামহীন দলীয় আনুগত্য এমন ভাবে শুরু করে দিয়েছে যে, রাজনৈতিক কর্মীদের ও ছাড়িয়ে গেছে। 
একজন ছাত্র যখন দেখে তার শিক্ষক অযোগ্য হয়ে ও দলীয় আনুগত্য করে গুরুত্বপূর্ণ পদ পদবী লাভ করে অনৈতিক সুযোগ  সুবিধা ভোগ করে থাকে তখনই সেই ছাত্র হয়ে উঠে লাগামহীন। রাজনীতির আড়ালে সেই ছাত্র হয়ে উঠে ক্ষমতাসীন ও প্রভাব বিস্তারকারী। বনে যায় অপরাধ জগতের সম্রাট। 
অতএব, বিশ্ববিদ্যালয় গুলোর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজন শিক্ষকদের রাজনীতি বন্ধ করার পাশাপাশি  ছাত্রদের রাজনৈতিক দলগুলোর বলয় থেকে মুক্ত করে সতন্ত্রভাবে কাজ করার অধিকার ফিরিয়ে দেওয়া। 

যুগ্ম সম্পাদক 
ইসলামী ঐক্যজোট 
ব্রাক্ষণবাড়ীয়া জেলা
১০ অক্টোবর২০১৯ ইং 
Reviewed by মুফতী মোহাম্মদ এনামুল হাসান on 01:01 Rating: 5

No comments:

Powered by Blogger.